শনিবার সকালে চান্দিনা উপজেলার বানিয়াচং গ্রামে মসজিদে জুমার নামাজের খুতবায় সুদ-ঘুসের বিরুদ্ধে আলোচনার জের ধরে ইমামকে মারধরের অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। এদিকে ঘটনার জের ধরে ইমামের সমর্থকরা কয়েকটি ঘর ভাঙচুর করে। আহত ইমাম মো. হাসান মুরাদ বলেন, আমি সুন্নি আকিদা বাস্তবায়ন করার পাশাপাশি সুদ ও ঘুসের বিরুদ্ধে কথা বলি। আর এটাকে কোনোভাবেই মানতে পারছে না হাতেগোনা কয়েকজন। এতে ইউপি মেম্বার, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মাস্টার, তার ভাই জাকিরসহ কয়েকজন তার উপর হামলা করে বলে অভিযোগ করেছেন তিনি।