বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে ছিলেন। তবে সূর্যাস্তের আগে তিনি স্মৃতিসৌধে পৌঁছাতে না পারায় তার পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে সিনিয়র নেতারা বিকেল ৫টা ৬ মিনিটে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিএনপির মিডিয়া সেলের তথ্যমতে, শ্রদ্ধা নিবেদনে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান, উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাকসহ আরও কয়েকজন নেতা। তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
সূর্যাস্তের আগে পৌঁছাতে না পারলেও বিএনপির পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন দলটির জাতীয় দিবস পালনের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিফলন হিসেবে দেখা যায়।