Web Analytics

মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সোমবার বাউল শিল্পী আবুল সরকারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ১৯ নভেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন। বিচারক এসকেএম তোফায়েল হাসান জামিন শুনানিতে উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর এই আদেশ দেন। আসামিপক্ষে ১৫–১৬ জন আইনজীবী এবং রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি নূরতাজ আলম বাহার শুনানিতে অংশ নেন।

জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে কয়েকজন আইনজীবী আবুল সরকারের শাস্তির দাবিতে মিছিল করেন। এর আগে ২৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও তার জামিন আবেদন খারিজ হয়। অভিযোগ অনুযায়ী, ৪ নভেম্বর ঘিওরের জাবরা এলাকায় এক পালাগানের আসরে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন আবুল সরকার, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র সমালোচনা সৃষ্টি করে।

দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। ঘটনাটি শিল্পী স্বাধীনতা ও ধর্মীয় সংবেদনশীলতার ভারসাম্য নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!