ইনিয়ে-বিনিয়ে কথা না বলে চলতি মাসেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। তিনি হুমকি দিয়ে বলেন, অন্যথায় সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি প্রধান উপদেষ্টাকে বলেছেন, বিদেশি গণমাধ্যমকে আপনি ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলেছেন। দেশী গণমাধ্যমকেও এ কথা বলার সৎ সাহস দেখানো উচিত। আরো বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলছেন, তারা জাতীয় নির্বাচনে নিজেদের অবস্থান নিয়ে ভয়ে আছেন।