শেখ হাসিনার বিচারের কথা বলেছি; নির্বাচন পেছানোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, জানিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম। তিনি বলেন, যে খুনির নির্দেশে এত বড় একটি হত্যাকাণ্ড হলো, অন্তত তার বিচারটা আমরা এই বাংলাদেশে দেখতে চাই। যখন হাজারের ওপর মানুষকে এভাবে হত্যা করা হয়েছে, এখনো আমাদের মায়েরা-বাবারা তাদের সন্তানের লাশ কোথায় দাফন করা হয়েছে, কোথায় আছে এটা খুঁজে বেড়াচ্ছে। এর আগে গত মঙ্গলবার সারজিস আলম বলেছিলেন, শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে। তিনি বলেন, কেন রাজনৈতিক দলগুলোর শুধু ক্ষমতায় যাওয়ার তাড়া, তা জানি না!