জাতিসংঘের মানবাধিকার কমিশন (ইউএনএইচসিআর) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের মিশন শুরু করেছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তিন বছরের সমঝোতা স্মারকে স্বাক্ষর করে তারা। চুক্তিতে স্বাক্ষর করেন জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এ উদ্যোগের মাধ্যমে মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে মিশনটি। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। জাতিসংঘের দপ্তর গত বছর থেকে বাংলাদেশে মানবাধিকার ইস্যুতে সক্রিয় ভূমিকা রেখে আসছে।