গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় অবস্থিত নিসর্গ রিসোর্টে বুধবার ভোররাতে বোতলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। নিরাপত্তাকর্মীরা রিসোর্টের ভেতরে দুটি কেরোসিনজাতীয় তরল পদার্থভর্তি কাঁচের বোতল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে বোতল দুটি উদ্ধার করে জানায়, এগুলো পেট্রলবোমাসদৃশ বস্তু হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে থেকে বোতলগুলো নিক্ষেপ করে পালিয়ে যায়। পাঁচ মাস আগেও একই রিসোর্টে অনুরূপ হামলার ঘটনা ঘটেছিল। পুলিশ উভয় ঘটনাকে তদন্তের আওতায় এনে সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।