নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংক নতুন আন্তঃসংযোগযোগ্য ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি)-এর মধ্যে সহজে অর্থ স্থানান্তর করা যাচ্ছে। এই উদ্যোগের ফলে লেনদেন খরচ কমবে এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে উঠবে। নতুন ফি কাঠামো অনুযায়ী, এক হাজার টাকা এমএফএস থেকে অন্য এমএফএস, ব্যাংক বা পিএসপি অ্যাকাউন্টে পাঠাতে খরচ হবে ৮ টাকা ৫০ পয়সা, আর ব্যাংক থেকে ব্যাংক বা এমএফএসে পাঠাতে খরচ হবে ১ টাকা ৫০ পয়সা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, লেনদেনের আগে গ্রাহককে চার্জ জানাতে হবে এবং শুধুমাত্র প্রেরকের কাছ থেকেই ফি নেওয়া যাবে। এই ব্যবস্থা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মে পরিচালিত হবে। ২০২০ সালে বন্ধ হওয়া একই ধরনের উদ্যোগের পর এটি পুনরায় চালু হলো। ‘বিনিময়’ প্ল্যাটফর্ম বাতিলের পর বাংলাদেশ ব্যাংক এখন গেটস ফাউন্ডেশনের সহায়তায় মোজালুপের সহযোগিতায় নতুন প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করছে।