Web Analytics

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ৫ আগস্টের পরে দেশে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি পরিবেশ তৈরি হয়েছে। ইসলামী নীতি আদর্শের বাইরে থেকে দেশে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অসম্ভব। আমরা আগামী নির্বাচনে ইসলামী দলগুলো একত্রিত হয়ে ইসলামের পক্ষে একটি ভোটবাক্স দেওয়ার ব্যাপারে জোরেসোরে কাজ করছি। তিনি বলেন, নির্বাচনের আগে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। তবে সেটি যৌক্তিক এবং যতটুকু না হলে নয়, ততটুকু করেই নির্বাচন দেওয়া উচিত। আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার যে ঘোষণা এসেছে, আমরা এবং দেশের মানুষ এটাকে সাধুবাদ জানাই। চরমোনাই পীর বলেন, পহেলা বৈশাখ উদযাপিত হবে দেশিয় সংস্কৃতিতে। তবে দেশিয় সংস্কৃতির নামে উলঙ্গপানা ও বেহায়াপানা না করতে আমরা অনুরোধ করেছি। এছাড়া তিনি বাংলাদেশ ও সরকার ফিলিস্তিনিদের পক্ষে যতটুকু করা সম্ভব করেছে উল্লেখ করে দোকানপাটে হামলা ও লুটপাটকারীদের ধিক্কার জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!