Web Analytics

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, জুলাই সংগঠনের কয়েকজন নেতার ওপর হামলার আশঙ্কা সম্পর্কে সরকারকে আগেই সতর্ক করা হয়েছিল। যুক্তরাজ্য প্রবাসী এক আইনজীবী সরকারের গোয়েন্দা সংস্থাসহ উচ্চপর্যায়ে এ তথ্য পৌঁছে দিয়েছিলেন। কিন্তু কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

আইনজীবীটি দাবি করেন, তিনি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত থাকায় নির্ভরযোগ্য সূত্র থেকে হামলার তথ্য পান এবং সেপ্টেম্বরে ঢাকায় এসে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানান, তারা সরকারকে বারবার সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর আহ্বান জানিয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, হামলায় বিদেশে অবস্থানরত ভাড়াটে খুনি ‘গারো ফিলিপ’-এর সম্পৃক্ততা থাকতে পারে।

এ ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, তারা এ ধরনের কোনো আগাম তথ্য পাননি। ঘটনাটি নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!