Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর অকাল ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছে। তাদের মতে, এই মৃত্যু শুধু একজন তরুণ প্রতিবাদী কণ্ঠের নিভে যাওয়া নয়, বরং ন্যায়, অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি প্রজন্মের জন্য গভীর বেদনার ঘটনা।

জুলাই বিপ্লবের চেতনায় অনুপ্রাণিত শরিফ ওসমান হাদী সত্য ও ন্যায়ের পক্ষে সাহসিকতার সঙ্গে কথা বলতেন এবং অন্যায়-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। বিশ্ববিদ্যালয় তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে।

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মনে করে, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার রক্ষায় কোনো আপস করা যায় না। তারা বিশ্বাস করে, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই হাদীর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!