যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মালয়েশিয়ায় একটি গঠনমূলক বৈঠক করেন, যা শুল্ক উত্তেজনার মধ্যেও ইতিবাচকভাবে সম্পন্ন হয়। উভয় পক্ষ ভবিষ্যৎ সংলাপের ভিত্তি তৈরির ওপর গুরুত্ব দেন। রুবিও পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন এবং ট্রাম্প-শি বৈঠকের ইঙ্গিত দেন। এই সফর তার ইন্দো-প্যাসিফিক যাত্রার অংশ হলেও নতুন মার্কিন শুল্ক নীতির কারণে তা আংশিকভাবে আলোচনার বাইরে চলে যায়। আসিয়ান নেতারা একতরফা শুল্কের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে ন্যায়সঙ্গত বৈশ্বিক বাণিজ্যের আহ্বান জানান।