Web Analytics

শিল্পসচিব মো. ওবায়দুর রহমান ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই ফাউন্ডেশন) নতুন চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার তিনি ফাউন্ডেশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এর আগে, ১ জানুয়ারি ২০২৬ তারিখে শিল্প মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেয়। প্রজ্ঞাপনে বলা হয়, নতুন চেয়ারপারসন নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি শিল্পসচিবের দায়িত্বের পাশাপাশি এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করবেন।

ওবায়দুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরি শুরু করেন এবং মাঠ প্রশাসনসহ জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি এসএমই ফাউন্ডেশনের নবম চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিয়েছেন।

এসএমই ফাউন্ডেশন দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং নতুন নেতৃত্বের অধীনে এর কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!