ইরানের হামলায় ইসরাইলের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহের নিউজ’। তাসনিম নিউজের বরাতে জানা গেছে, ভূপাতিত যুদ্ধবিমানগুলোর একটির নারী পাইলটকে আটক করা হয়েছে। তবে ইসরাইলি সেনাবাহিনী এই দাবি অস্বীকার করে বলছে, তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি এবং কোনো সেনাসদস্য নিখোঁজ বা বন্দি হননি।