নববর্ষের প্রাক্কালে দেওয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জয়ী হবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি ইউক্রেনে লড়াইরত সৈন্যদের ‘বীর’ হিসেবে অভিহিত করে তাদের প্রতি সমর্থন জানান এবং বলেন, যুদ্ধের ফল এখনো নির্ধারিত হয়নি। পুতিনের বক্তব্যের সময় ইউরোপে উদ্বেগ প্রকাশ করা হয় যে, যুদ্ধ দীর্ঘায়িত হলে এটি ইউক্রেনের সীমানা ছাড়িয়ে যেতে পারে।
পুতিনের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভ শান্তি চায়, তবে কোনো ‘দুর্বল’ চুক্তিতে স্বাক্ষর করবে না। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের অবসান চায়, কিন্তু দেশের অস্তিত্বের বিনিময়ে নয়। জেলেনস্কি স্বীকার করেন যে দেশ ক্লান্ত, কিন্তু আত্মসমর্পণের কোনো ইচ্ছা নেই।
জেলেনস্কি আরও জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহের আলোচনার পর একটি শান্তিচুক্তি প্রায় ৯০ শতাংশ প্রস্তুত, তবে কিছু বিষয় এখনো অমীমাংসিত। এই অবশিষ্ট অংশই ইউক্রেন ও ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে তিনি উল্লেখ করেন।