Web Analytics

এনসিপি আব্দুল হান্নান মাসউদকে এক নোটিশে বলেছে, 'মঙ্গলবার ধানমণ্ডিতে আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজনকে আটক করে ধানমণ্ডি থানা পুলিশ। যার একজনকে বৈবিছাআ থেকে বহিষ্কার করা হয় নৈতিক স্খলনজনিত কারণে। এতদ্বসত্ত্বেও, আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়েছেন।' এই ঘটনায় তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশনা দিয়েছে এনসিপি। প্রসঙ্গত, হান্নান মাসউদ লেখেন, বৈবিছাআ’র পরিচয়ে স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিল। পরে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে যাই। প্রশাসনের অনুরোধে বিষয়টির মধ্যস্থতা করি। যেহেতু প্রশাসন কোনো অভিযোগ রুজু করেননি এবং করতেও চাচ্ছিল না।’

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!