চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর পদ্মা নদীতে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাত ২টার দিকে আন্তর্জাতিক পিলার ৭৬ ও ৭৭ নম্বরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দুর্লভপুর ইউনিয়নের ইব্রাহিম রিংকু (২৮) ও পাঁকা ইউনিয়নের মমিন মিয়া (২৯)। স্থানীয় সূত্র জানায়, গরু আনতে সীমান্তে গেলে ভারতের নিমতিতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে বেধড়ক পিটিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয়। দলের অন্য সদস্যরা পালিয়ে আসে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার না করলেও স্থানীয় জনপ্রতিনিধি ও গোয়েন্দা সূত্র ঘটনাটি নিশ্চিত করেছে। নিহতদের পরিবার আইনি জটিলতার আশঙ্কায় প্রকাশ্যে কিছু বলতে রাজি হয়নি। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, তারা বিষয়টি শুনেছেন এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।