বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বার্ষিক প্রতিবেদনে প্রকাশিত তথ্য নাকচ করে দিয়ে ঢাকার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতির তথ্য ‘সত্য নয়’। এ ধরনের কোনো উদ্দেশ্য নেই। এর আগে ডিআইএ প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বেশ কিছু দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন।