কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি) বৈঠকে যোগ দিতে নির্ধারিত সময়ের এক দিন আগে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কূটনৈতিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় তিনি দিল্লিতে পৌঁছান এবং ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে স্বাগত জানান। আগামী ২০ নভেম্বর হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ এবং তার দিল্লিতে অবস্থান নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানালেও ভারত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। খলিলুর রহমানের আগেভাগে দিল্লি যাত্রা এই প্রেক্ষাপটে নতুন জল্পনা সৃষ্টি করেছে।