অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ১৯ নভেম্বর নয়াদিল্লি যাচ্ছেন ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে অনুষ্ঠিত এই বৈঠক হবে ২০ নভেম্বর। যদিও ঢাকা এখনো নিশ্চিত করেনি দুই দেশের উপদেষ্টাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না, কূটনৈতিক সূত্রগুলো সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। বাংলাদেশের পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার এটি দ্বিতীয় ভারত সফর। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশের সমন্বয়ে গঠিত এই ফোরাম আঞ্চলিক নিরাপত্তা, সাইবার সুরক্ষা, সন্ত্রাস দমন ও দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা জোরদারে কাজ করে। বাংলাদেশ ২০২৪ সালে এর পূর্ণ সদস্য হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।