চার দশক পর যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে সরাসরি আলোচনায় বসেছে লেবানন ও ইসরাইল। সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে ব্লু লাইন এলাকায় অনুষ্ঠিত এই বৈঠকটি তিন ঘণ্টা স্থায়ী হয়। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানান, এটি কোনও শান্তি আলোচনা নয়, বরং শত্রুতা কমানো, লেবাননের বন্দিদের মুক্তি এবং ইসরাইলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করার প্রচেষ্টা। তিনি ২০০২ সালের আরব শান্তি উদ্যোগের প্রতি লেবাননের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন, যেখানে ১৯৬৭ সালে দখল করা ভূখণ্ড থেকে ইসরাইলের প্রত্যাহারের বিনিময়ে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রস্তাব রয়েছে। বৈঠকে বেসামরিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তি দীর্ঘমেয়াদি সংলাপের ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলি সরকারের মুখপাত্র একে ‘ঐতিহাসিক ঘটনা’ বলে উল্লেখ করেন এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার সুযোগ হিসেবে দেখেন। যুক্তরাষ্ট্র দুই পক্ষকেই কমিটির কার্যক্রম ২০২৪ সালের যুদ্ধবিরতি পর্যবেক্ষণের বাইরে সম্প্রসারণের আহ্বান জানিয়েছে।