ফরিদপুরের সালথা উপজেলায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই স্থানীয় নেতা গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুছ মোল্যা (৬৫) এবং ভাওয়াল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ মাতুব্বর (৭০)। বুধবার রাতে ফুলবাড়িয়া এলাকা থেকে ইউনুছ মোল্যা এবং বৃহস্পতিবার সকালে সালথা বাজার এলাকা থেকে ইউসুফ মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান খান জানান, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় এই অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটিতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ, আদালতের কার্যক্রম বা আওয়ামী লীগের প্রতিক্রিয়া সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।