ঢাকার খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন একটি স’মিলে ভয়াবহ আগুন লাগে, যা দ্রুত পাশের গ্যারেজে ছড়িয়ে পড়ে। আগুনের ফলে একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আশঙ্কা করা হচ্ছে কেউ আটকা পড়তে পারে। ব্যবসায়ীরা জানান, বহু গাড়ি পুড়ে গেছে। আগুন লাগার পরও ফায়ার সার্ভিসের সাড়া পেতে দেরি হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। এখনো হতাহতের কোনো তথ্য নিশ্চিত হয়নি, এবং আগুনের কারণ জানা যায়নি।