Web Analytics

বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, ধানমন্ডির ছায়ানট ভবনে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। শুক্রবার দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করে ছায়ানটের সংগঠক পার্থ তানভীর নভেদসহ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের নির্দেশ দেন।

ফারুকী বলেন, সরকার ভবনটির সংস্কার ও পুনরায় চালু করার জন্য আর্থিক ও প্রশাসনিক সহায়তা দেবে। ভবনের নিরাপত্তা জোরদার করতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি মন্তব্য করেন, এই হামলা আসন্ন জাতীয় নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ।

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, সাংস্কৃতিক সংগঠনে হামলা কেবল অপরাধ নয়, এটি গণতান্ত্রিক ও সাংস্কৃতিক চেতনার পরিপন্থি। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!