Web Analytics

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা সীমান্তে কোকেন পাচারকারী গেরিলাদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর বিষয়ে একমত হয়েছেন। কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্ডো বেনেদেত্তি বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। বুধবার দুই নেতার মধ্যে প্রথমবারের মতো ফোনালাপ হয়, যা ট্রাম্পের সামরিক হুমকি ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের প্রচেষ্টার পর উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।

বেনেদেত্তি জানান, উভয় নেতা কলম্বিয়ার অবশিষ্ট বড় বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)-এর বিরুদ্ধে যৌথ পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। কলম্বিয়া অভিযোগ করেছে, ইএলএন হামলা ও অপহরণের পর ভেনেজুয়েলায় নিরাপদ আশ্রয় নেয়। পেত্রো ট্রাম্পকে অনুরোধ করেছেন সীমান্তে ইএলএনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে সহযোগিতা করতে। ২,২০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী মাদক পাচার, অবৈধ খনিজ খনন ও চোরাচালানে লিপ্ত।

সম্প্রতি ট্রাম্প পেত্রোকে মাদক পাচারকারী হিসেবে আখ্যা দিলেও পেত্রো ওয়াশিংটনে ট্রাম্পের সাক্ষাতের আমন্ত্রণ গ্রহণ করেছেন। কয়েক দশক ধরে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা থাকলেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সম্পর্ক কিছুটা শীতল হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!