Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে এবং প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দিয়েছে। শুক্রবার বিকেলে বটতলা থেকে শুরু হওয়া মিছিলটি প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবন ঘুরে শেষ হয়। শিক্ষার্থীরা হামলার নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবি তোলে।

জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনের গড়িমসির কারণেই এমন ঘটনা ঘটছে। শিক্ষার্থীরা আরও দাবি করে, জুলাই হামলায় জড়িত শিক্ষক ও কর্মকর্তাদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। প্রশাসন বারবার সময়সীমা ঘোষণা করলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ ওঠে।

প্রশাসনিক ভবনে তালা দেওয়ার ঘটনাকে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!