জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা মানবতাকে টুকরো টুকরো করা মেজরিটি-মাইনরিটি মানি না। গড ফাদার গড মাদার আর ফ্যাসিবাদি মাফিয়াদের বাংলাদেশও দেখতে চাই না। তিনি নিজেদের সংখ্যালঘু মনে না করার আহ্বান জানিয়ে বলেন, পতিতদের বিভক্তে বিভক্ত হবেন না, বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে সবাই গর্বিত নাগরিক। প্রতিবেশী যদি সম্মানজনক নয়, অপমানজনক কিছু করে তাহলে দেশের স্বার্থে ভূমিকা রাখার কথা জানান তিনি। এই সময় তিনি ২৬ অক্টোবর ২০০৬ থেকে ২০২৪ এর ৫ আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।