বাংলাদেশের দ্রুত বেড়ে ওঠা মাছ চাষ ভারী ধাতু দূষণের কারণে ঝুঁকির মুখে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, চাষের মৃগেলে ক্রোমিয়ামের পরিমাণ এফএওর নিরাপদ সীমার চেয়ে চার গুণ বেশি। যদিও বর্তমান মাত্রা মানুষের জন্য ক্ষতিকর নাও হতে পারে, মাছের খাদ্য ও দূষিত পানির কারণে ভারী ধাতুর উপস্থিতি উদ্বেগজনক। নিয়মিত পুকুর পরিষ্কার না করা এবং দূষিত খাদ্য ব্যবহারের ফলে সমস্যা বাড়ছে। স্বাস্থ্য ও উৎপাদন সুরক্ষায় সরকারের তৎপরতা জরুরি।