দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান শুভকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ তারিখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদিকুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ‘কাপ-পিরিচ’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে দলীয় সিদ্ধান্তে মনোনয়ন পান কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। অন্য দুই প্রার্থী দলীয় সিদ্ধান্ত মেনে নিলেও সাদিকুর স্বতন্ত্রভাবে প্রার্থী হন।
বিজ্ঞপ্তিতে বিএনপির নেতাকর্মীদের সাদিকুর রহমানের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।