Web Analytics

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল বৈধ অস্ত্রধারীকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিকটস্থ থানায় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজনৈতিক-৪ শাখার উপসচিব আবেদা আফসারীর স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি রোববার জারি করা হয় এবং সোমবার সাংবাদিকদের জানানো হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তাদের সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এছাড়া, নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে The Arms Act, 1878 অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!