Web Analytics

ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল বুধবার সকালে ঢাকায় পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। তিনি ভুটান সরকারের প্রতিনিধি হিসেবে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে দেশ-বিদেশ থেকে শোক ও শ্রদ্ধা জানানো হচ্ছে, যার অংশ হিসেবে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

এই সফর বাংলাদেশ ও ভুটানের কূটনৈতিক সম্পর্কের সৌহার্দ্যপূর্ণ দিকটি প্রতিফলিত করছে এবং প্রয়াত নেত্রীর প্রতি আঞ্চলিক শ্রদ্ধা প্রদর্শনের একটি নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!