Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চুরির অপবাদে শাহিন মিয়া (২২) নামের এক ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের পরিবার জানায়, একই গ্রামের আরফত আলীর ভাতিজার ছেলের রুপার চেইন হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে শাহিনকে চুরির সন্দেহে আটক করে মারধর করা হয়। অভিযুক্তদের মধ্যে আরফত আলী, মিলন, জুনায়েদ ও তৌহিদসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

নাসিরনগর থানার তদন্ত পরিদর্শক কৃষ্ণ লাল ঘোষ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!