প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুনভাবে গঠিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব ও জনকাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই অনুমোদনের মাধ্যমে দুটি নতুন বিভাগের প্রশাসনিক কাঠামো আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের নির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। সভায় জানানো হয়, এই দুই বিভাগে কোন ধরনের কর্মকর্তা নিয়োগ পাবেন এবং জনবল পদায়নের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, তা বিস্তারিতভাবে জানানো হবে। সভায় অর্থ ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের ছয়জন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং ১৪ জন সচিব বা সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।
মোট ১১টি প্রশাসনিক পুনর্বিন্যাস প্রস্তাব অনুমোদনের মাধ্যমে বাংলাদেশের রাজস্ব প্রশাসন কাঠামো পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।