Web Analytics

সিরিয়ার পালমিরা এলাকায় আইএসআইএসের অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা ও একজন স্থানীয় দোভাষী নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটি জানায়, একমাত্র আইএস সদস্য যৌথ মার্কিন-সিরীয় টহল গাড়িতে হামলা চালায় এবং পাল্টা হামলায় সে নিহত হয়।

মার্কিন দূত টম ব্যারাক জানান, হামলাটি যৌথ টহল দলের ওপর চালানো হয়, যা ওই অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত ছিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিশ্চিত করেছেন যে হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত সেনাদের পরিচয় পরিবারের সদস্যদের জানানো না পর্যন্ত প্রকাশ করা হবে না।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, হামলার স্থানটি সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নিয়ন্ত্রণাধীন নয়, যা ওই অঞ্চলের অস্থিতিশীলতা ও আইএসের অবশিষ্ট হুমকির বিষয়টি আবারও সামনে এনেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!