Web Analytics

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাউকে কারচুপি করতে দেওয়া হবে না। শুক্রবার সন্ধ্যায় সোনাইমুড়ীর দেবকালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি সতর্ক করে বলেন, কেউ কারচুপি করতে চাইলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

ব্যারিস্টার খোকন বলেন, বিএনপি শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দল—তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। নির্বাচনে কোনো চালাকি, জালিয়াতি বা ষড়যন্ত্র চলবে না। তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামী সমর্থনকারী কিছু শিক্ষক প্রিজাইডিং বা পোলিং অফিসারের দায়িত্ব নিতে চান, কিন্তু কোনো দলীয় ব্যক্তিকে এসব পদে দায়িত্ব দেওয়া যাবে না। কোনো শিক্ষক দায়িত্ব পালনের সময় দলীয় পক্ষ নিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. তাজুল ইসলাম এবং এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!