Web Analytics

ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন কার্যালয়ের সামনে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করেছে। মঙ্গলবার সকালে শুরু হওয়া এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল বাংলাদেশের ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে।

বিবিসি বাংলার প্রতিবেদনে জানা যায়, সকাল ১১টার দিকে বিক্ষোভ শুরু হয় এবং অংশগ্রহণকারীরা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিচার দাবিতে স্লোগান দিতে থাকে। পুলিশ ডেপুটি হাইকমিশনের প্রায় ২০০ মিটার দূর পর্যন্ত তিন স্তরের ব্যারিকেড স্থাপন করেছিল। কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয়টির দিকে অগ্রসর হলে পুলিশ লাঠিচার্জ করে তাদের পিছু হটায়। পরে প্রায় ১০০ মিটার দূরে তাদের আটকে দেওয়া হয়।

ঘটনায় গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা ভারত-বাংলাদেশ সম্পর্কের সংবেদনশীল ধর্মীয় ইস্যুগুলোর প্রভাব এবং আঞ্চলিক রাজনীতিতে তার প্রতিফলনকে নতুন করে সামনে এনেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!