Web Analytics

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ২০২৪ সালের নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গেলেন। তখন সাংবাদিকদের বলেছেন যে, ভারতের পারমিশন ছাড়া কিছু বলতে পারব না। এই হলো জাপা। আপনি কি ভারতের কোনো রাজনৈতিক দল? তিনি বলেন, ‘আমরা কোনো মব সংস্কৃতিতে বিশ্বাস করি না। কে রাজনীতি করবে কি করবে না, সেটা আইনের ব্যাপার। এটা সরকারের ব্যাপার। এই দেশে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠা করার দায়িত্ব পালন করেছে, তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। আপনারা একটা কুলিং টাইম চান। বিএনপি কখনো টর্চারে বিশ্বাস করে না। রিজভী বলেন, আমাদের সামনে অন্য কেউ লাঞ্ছিত হোক, সেটা চাই না। কিন্তু, যারা ফ্যাসিবাদকে সমর্থন ও ফ্যাসিবাদের বয়ানে সুর মিলিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। তিনি বলেন, জাপা মহাসচিব বলেছেন যে, জাতীয় পার্টির দায় এখন বিএনপিকে নিতে হবে। বিএনপি তো এখন রাষ্ট্র ক্ষমতায় নেই। আপনি কিসের দায়’র কথা বলছেন! নুর ডাকসুর সাবেক ভিপি। তাকে একটি কার্যালয়ের মধ্যে আক্রমণ করা হলো। আমরা প্রথমে শুনেছিলাম জাতীয় পার্টির সঙ্গে গোলমাল। কিন্তু তাকে যে আঘাত করছে, সেই লাল শার্ট পরা লোকটা কে? রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারেন। আবার দায়িত্ব নেওয়ার কথা বলছেন কেন যে, বিএনপি দায়িত্ব পার্টির দায়িত্ব নেবে। আপনারা কারা? যখন ইলিয়াস আলী গুম হয়, তখন কোথায় ছিলেন? আরো বলেছেন, জিয়াউর রহমানের নামের আগে আজও অনেক গণমাধ্যমে শহীদ না লিখে প্রয়াত শব্দটি ব্যবহার করা হয়। আপনারা কি শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধু শেখ হাসিনা ছাড়া অন্য কারও কথা বলতে পেরেছেন? এত সংকোচ কেন?

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!