Web Analytics

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পেয়েছে এবং জনগণ তাদের মালিকানা ফিরে পেয়েছে। ২৩ জানুয়ারি চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে নির্বাচনি পথসভায় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে যাতে গণতন্ত্র আরও শক্তিশালী হয়। তিনি সতর্ক করেন, দেশে যেন আর কখনও ফ্যাসিবাদ ফিরে না আসে এবং অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে সবাই একই পরিণতির মুখোমুখি হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে এবং শহিদদের অঙ্গীকার ও জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দাবি করেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির অপর নাম বিএনপি এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

বিকেলে বরইতলী ইউনিয়নের আরেক সভায় তিনি আওয়ামী লীগকে ‘মাফিয়া পার্টি’ আখ্যা দিয়ে বলেন, গরিব ও কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!