ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে শুক্রবার বিকেলে বেরিয়ে যাওয়া একটি সিংহকে অচেতন করে পুনরায় খাঁচায় নেওয়া হয়েছে। বিকেল সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার মধ্যে ঘটনাটি ঘটে। নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, সিংহটি পুরো সময় চিড়িয়াখানার ভেতরেই ছিল এবং জনসাধারণের এলাকায় যায়নি। চিড়িয়াখানার কিউরেটর ডা. আতিকুর রহমান জানান, সিংহটিকে শান্ত রাখতে গরুর মাংস দেওয়া হয় এবং পরে অচেতন করার ইনজেকশন ছুড়ে সেটিকে খাঁচায় ফেরানো হয়। পরিচালক ডা. রফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে খাঁচার মূল প্রবেশপথ দিয়েই সিংহটি বের হয়েছিল। তালা বা অন্য কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে। কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি ঘটেনি। বর্তমানে চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।