নবম পে স্কেল প্রণয়নে চার দফা বৈঠকের মাধ্যমে সব মন্ত্রণালয়ের সচিবদের মতামত সংগ্রহ করেছে বাংলাদেশ পে কমিশন। ৭০ জনেরও বেশি সচিব এসব বৈঠকে অংশ নিয়ে বাস্তবসম্মত সুপারিশের ওপর গুরুত্ব দেন। অনলাইন মতামত ও আড়াই শতাধিক সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে কমিশন ইতোমধ্যে অধিকাংশ কাজ সম্পন্ন করেছে। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন কাঠামো ও গ্রেড পুনর্বিন্যাসে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা কমিশনের অগ্রগতি ও স্বচ্ছতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। আগামী মাসেই নবম পে স্কেলের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।