বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে গঠিত যৌথ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. এজাজুল ইসলাম। এতে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি এবং অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় বাজার কাঠামো শক্তিশালীকরণ, নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয় বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের কৌশল নির্ধারণের বিষয়ে আলোচনা হয়।