ফুটবল পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপ্টার সুপারকম্পিউটার ২০২৬ সালের বিশ্বকাপ নিয়ে প্রথম ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে। বিশ্লেষণ অনুযায়ী, ১৭ শতাংশ সম্ভাবনা নিয়ে স্পেনকে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখানো হয়েছে। ১৪.১ শতাংশ সম্ভাবনায় দ্বিতীয় স্থানে ফ্রান্স এবং ১১.৮ শতাংশ সম্ভাবনায় তৃতীয় স্থানে ইংল্যান্ড রয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৮.৭ শতাংশ সম্ভাবনা নিয়ে চতুর্থ স্থানে, টানা দুইবার বিশ্বকাপ জয়ের চ্যালেঞ্জে রয়েছে তারা। জার্মানি, পর্তুগাল, ব্রাজিল, নেদারল্যান্ডস, নরওয়ে ও কলম্বিয়া রয়েছে শীর্ষ দশে। ৪৮ দলের এই বৃহত্তম বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুক্রবার। ইতালি এবারও যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে। অপরদিকে জর্ডান, কুরাসাও ও হাইতির শিরোপা জয়ের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সুপারকম্পিউটার।