Web Analytics

ঝিনাইদহের শৈলকুপা মিনি মৎস্য হ্যাচারি জনবল সংকট ও যন্ত্রপাতি বিকল থাকার কারণে টানা দশ বছর ধরে বন্ধ রয়েছে। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত এই হ্যাচারিটি একসময় মাছের রেণু উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমানে তা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন বন্ধ থাকায় এলাকায় মাছের রেণুর ঘাটতি দেখা দিয়েছে এবং স্থানীয় মৎস্যচাষিরা সরকারকে দ্রুত হ্যাচারিটি পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন।

উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, হ্যাচারিটি চালু থাকলে প্রতি মৌসুমে প্রায় ৪০ কেজি রেণু উৎপাদন সম্ভব, যা থেকে ৪০ লাখের বেশি পোনা মাছ উৎপাদন করা যেত। হ্যাচারি বন্ধ থাকায় চাষিদের অতিরিক্ত খরচে অন্য জেলা থেকে রেণু আনতে হচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন জানান, ২০২৪ সালে কিছু বরাদ্দে হ্যাচারিটি সংস্কার করা হলেও জনবল ও বাজেট সংকটে তা চালু করা যায়নি।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দ্রুত উদ্যোগ না নিলে হ্যাচারিটির অবকাঠামো সম্পূর্ণ অকেজো হয়ে পড়বে, যা স্থানীয় মৎস্য খাতের জন্য বড় ক্ষতি বয়ে আনবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!