মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে। ৯ জুলাই সন্ধ্যায় রজনী ঘোষ লেনে সোহাগকে কুপিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।