আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীতে বিজিবি কার্যক্রম শুরু করেছে। সোমবার রাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো শুরু করে বিজিবি। এর পাশাপাশি, ঢাকার নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্দেহভাজন ব্যক্তি বা গাড়িতে তল্লাশি চালাচ্ছি। আমাদের এ কার্যক্রমের মাধ্যমে আমাদের দায়িত্বের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করছি।