নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে পার্বত্য চট্টগ্রামের অনেক জায়গায় রবির মোবাইল নেটওয়ার্কে বিপর্যয় দেখা দিয়েছে। গত তিন মাসে বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা রবির মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ফাইবার কেটে ফেলেছে। এতে বন্ধ হয়ে গেছে প্রায় অর্ধশত টাওয়ার। অপরাধী চক্র কয়েকজন নিরাপত্তা কর্মীকেও অপহরণ করেছে। এমন পরিস্থিতিতে টাওয়ারের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না টাওয়ার কোম্পানি ইডটকো বাংলাদেশ লিমিটেডও। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা, দেশের নিরাপত্তাও রয়েছে হুমকির মুখে।