Web Analytics

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে। মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সিদ্ধান্তের ফলে মোবাইল ফোনের দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। এতে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য মোট শুল্ক ৬ শতাংশ কমেছে।

দেশীয় মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো যাতে প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি বিদ্যমান শুল্কের ৫০ শতাংশ হ্রাস নির্দেশ করে।

এই দুই প্রজ্ঞাপনের ফলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানি করা মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা এবং দেশে সংযোজিত একই দামের ফোনের দাম প্রায় ১ হাজার ৫০০ টাকা কমবে। সরকার আশা করছে, এই শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোন সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!