অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ঘোষণা দিয়েছেন যে তিনি জামায়াতে ইসলামী জোট বা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত দেড় বছর ধরে নাগরিক কমিটি ও এনসিপিকে পরামর্শ ও নীতিগত সহায়তা দিলেও তিনি এখন আর এ জোটের অংশ হচ্ছেন না।
তিনি বলেন, এনসিপিকে স্বাধীনভাবে ‘বিগ জুলাই’ ছাতার নিচে দাঁড় করানোর চেষ্টা করেও তা সম্ভব হয়নি। মাহফুজ আলম উল্লেখ করেন, তার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান ও বন্ধুত্ব অটুট থাকলেও ঢাকার কোনো আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ধরে রাখা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরও লেখেন, বাংলাদেশ বর্তমানে এক ধরনের ‘শীতল যুদ্ধ’-এর পর্যায়ে আছে, যেখানে কোনো পক্ষ না নিয়ে নিজের নীতি ও অবস্থানে অটল থাকা শ্রেয়। তিনি নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত ও বিকল্প তরুণ শক্তির উত্থানের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।