Web Analytics

জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটির বেশি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। রোববার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এসব লেনদেন মানিলন্ডারিং ও সংঘবদ্ধ অপরাধের অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে।

গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে হাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর সিআইডি ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। তদন্তে সিসিটিভি ফুটেজ, গুলির খোসা ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ফয়সালের পরিবারের সদস্যসহ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরও জানা যায়, অভিযুক্তদের চেকবইয়ে প্রায় ২১৮ কোটি টাকার অপ্রয়োগিত লেনদেনের রেকর্ড রয়েছে।

সিআইডি পৃথকভাবে মানিলন্ডারিং অনুসন্ধান শুরু করেছে এবং সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের পেছনে কোনো সংঘবদ্ধ নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা, তা খতিয়ে দেখছে তদন্ত দল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!