Web Analytics

আজ রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বিজিএমইএসহ ব্যবসায়ী নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এগিয়ে নেয়ার স্বার্থে বাংলাদেশের এলডিসি উত্তরণ স্থগিত রাখার পক্ষে মত দেন। ঘণ্টাব্যাপী বৈঠকে এলডিসি উত্তরণের পাশাপাশি শ্রমিক আইন নিয়ে আলোচনা হয়। এ সময়, এলডিসি উত্তরণে বাংলাদেশ প্রস্তুত কি না, তা খতিয়ে দেখতে জাতিসংঘে চিঠি দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, এলডিসি থেকে উত্তরণ পুরোপুরি স্থগিত না চাইলেও, অবকাঠামোগত উন্নয়ন ও প্রস্তুতির জন্য তিন বছর সময় চান। উল্লেখ্য, গত আট বছরের নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন শেষে ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ—এমন সিদ্ধান্ত জাতিসংঘের। এজন্য সরকারকে প্রস্তুতির অগ্রগতি নিয়ে প্রতিবেদন দিতে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সময়সীমাও বেঁধে দিয়েছে জাতিসংঘ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।